ফুটবলের ১০ দামি খেলোয়াড়ের নাম জানাল ট্রান্সফারমার্কট

 



বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ট্রান্সফারমার্কট। তালিকায় ১০ নম্বরে আছেন সবচেয়ে বেশি বয়সি ফুটবলার ফেদেরিকো ভালভার্দে। ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদে খেলেছেন। টানা কয়েক বছর তার ট্রান্সফার মূল্য ছিল ১১০ মিলিয়ন পাউন্ড। তালিকায় ঠাঁই পাওয়া রিয়ালের চারজন খেলোয়াড়ের অন্যতম ভালভার্দে।

নয় থেকে সাতে থাকা তিনজনেরই বয়স ২২। তাদের ট্রান্সফার মূল্য ১১৮ মিলিয়ন পাইন্ড। এই তিনজন হলেন—জার্মানির জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ) ও ফ্লোরিয়ান ওয়ার্টজ (বেয়ার লেভারকুসেন) এবং স্পেনের পেদ্রি (বার্সেলোনা)।

তালিকায় ছয় নম্বরে আছেন ১২৬ মিলিয়ন পাউন্ড দামি ইংলিশ তারকা আর্সেনালের বুকায়ো সাকা। শীর্ষ পাঁচের পঞ্চম ও শেষ স্থানে রয়েছেন ২৪ বছর বয়সি রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়র (১৪৩ মিলিয়ন পাউন্ড)। তার উপরে চতুর্থ স্থানে আছেন রিয়াল-সতীর্থ কিলিয়ান এমবাপ্পে (১৫২ মিলিয়ন পাউন্ড)।

তৃতীয় ও দ্বিতীয় স্থানে যথাক্রমে ম্যানসিটির ২৪ বছর বয়সি আর্লিং হলান্ড এবং রিয়ালের ২১ বছর বয়সি জুড বেলিংহাম। এমবাপ্পের মতো এ দুজনের মূল্যও সমান ১৫২ মিলিয়ন পাউন্ড।

শীর্ষে ঠাঁই পেয়েছেন বার্সেলোনার ১৭ বছর বয়সি স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। তার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ মিলিয়ন পাউন্ড। বার্সার সঙ্গে নতুন চুক্তি করায় ইয়ামাল প্রতিবছরে পাবেন ৩৩.৫ মিলিয়ন পাউন্ড।